Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Tomar Icche Gulo Icche Hole Lyrics | তোমার ইচ্ছে গুলো | Kona Lyrics - Akassh Sen and Kona

Collection Akassh Sen and Kona

Tomar Icche Gulo Icche Hole Lyrics | তোমার ইচ্ছে গুলো | Kona Lyrics

 LyricsForest   758


Tomar Icche Gulo Icche Hole Lyrics | তোমার ইচ্ছে গুলো | Kona lyrics (Primary language)
Tomar Icche Gulo Icche Hole Lyrics | তোমার ইচ্ছে গুলো | Kona lyrics in English

তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা, ভালোবাসা

তোমায় দেবো আরো (x2)

 

তুমি হাতটা শুধু ধরো,

আমি হবো না আর কারো (x2)

তোমার স্বপ্ন গুলো আমার চোখে

হচ্ছে জড়সড়

 

তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা, ভালোবাসা

তোমায় দেবো আরো

 

তোমার আবেগ মাখা খামখেয়ালী

হাঁটছে আমার পিছু,

আমার আসা যাওয়ার পথের বাঁকে

পাইনি অন্য কিছু (x2)

 

তুমি হাতটা শুধু ধরো,

আমি হবো না আর কারো (x2)

তোমার স্বপ্ন গুলো আমার চোখে

হচ্ছে জড়সড়

 

তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা, ভালোবাসা

তোমায় দেবো আরো

 

আমার হৃদয় যেন বানভাসি হয়

তোমার স্রোতের টাণে

আমি তোমার কাছে যাবোই যাবো

একলা থাকার দিনে (x2)

 

তুমি হাতটা শুধু ধরো,

আমি হবো না আর কারো (x2)

তোমার স্বপ্ন গুলো আমার চোখে

হচ্ছে জড়সড়

 

তোমার ইচ্ছে গুলো, ইচ্ছে গুলো

তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে

আমায় দিতে পারো

আমার ভালো লাগা, ভালোবাসা

তোমায় দেবো আরো